আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুনগড়ি বাজারে অভিযান চালিয়ে ৫৭টি ইয়াবা ট্যাবলেটসহ বিধান চন্দ্র রায় (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (গাইবান্ধা) ক্যাম্পের সদস্যরা।
জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম উক্ত বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বিধান চন্দ্রকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিধান চন্দ্র উপজেলার দক্ষিণ কাঠুর গ্রামের বিনোদ বিহারী ডাক্তারের পুত্র। এ ব্যাপারে ফুলছড়ি থানায় ানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে বিধান চন্দ্রকে আদালতে পাঠানো হয়েছে বলে র্যাব-১৩ (গাইবান্ধা) ক্যাম্পের উইং কমা-র (এএসপি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর৭১/ইঃ