আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিশু রাম রায় (৩৫) ও নুরুন্নবী মিয়া (২৫) নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল কালাম আজাদ ও এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান। এতে ৭টি ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের পানু রাম রায়ের পুত্র বিশু রামকে গ্রেফতার করেন। এছাড়া সুন্দরগঞ্জ পৌরসভার ব্র্যাক মোড় নামক স্থানে বসবাসকারি মোন্তাজ আলীর পুত্র নুরুন্নবী মিয়া (২৫) কে ২৫ টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর৭১/ইঃ