রাণীনগরে ৫৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫ টি অতি গুরুত্বপূর্ণ

0
257

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: দ্বিতীয় ধাপে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষিদ নির্বাচন। আসন্ন এ নির্বাচনে রাণীনগর উপজেলায় মোট ৫৬ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ১৫ টি ভোট কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহিৃত করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা মো: রুহুল আমিন জানান, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫৬টি ভোট কেন্দ্রের তালিকা করা হয়েছে। এ সব কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। রাণীনগর উপজেলার মোট ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৪৩৫ জন। পুরুষ ভোটার ৭২ হাজার ১৫৮ জন, মহিলা ভোটার ৭২ হাজার ২৭৭ জন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, থানা সদর থেকে কেন্দ্রের দুরত্ব, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, পূর্বের রেকর্ড অনুযায়ী বিভিন্ন গোয়েন্দা শাখার ও থানা পুলিশের তথ্যনুসন্ধানে ৫৬ টি কেন্দ্রের মধ্যে ১৫ টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসব অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, সদর ইউনিয়নের রাণীনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় সিম্বা, কাশিমপুর ইউনিয়নের ত্রিমোহনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, এনাযেতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোনা ইউনিয়নের ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়, বিজয়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, পারইল ইউনিয়নের বিশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোহার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বড়গাছা ইউনিয়নের গহেলাপুর এনএম উচ্চ বিদ্যালয়, কালিগ্রাম ইউনিয়নের করজগ্রাম উচ্চ বিদ্যালয়, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়, একডালা ইউনিয়নের জলকৈ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিরাট ইউনিয়নের মিরাট উচ্চ বিদ্যালয়, কিসমত হরপুর উচ্চ বিদ্যালয়, আতাইকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়।

ওসি সিদ্দিকুর রহমান আরো জানান, এসব কেন্দ্রে গ্রহনযোগ্য, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যেন ভোট দিতে পারেন সে জন্য কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here