ডব্লিউএসআইএস ফোরামের চেয়ারম্যান হলেন মোস্তাফা জব্বার

0
427

খবর ৭১ঃ জাতিসংঘের তথ্য সমাজ শীর্ষ সম্মেলন ডব্লিউএসআইএস ২০১৯ সালের ফলোআপ ফোরামের চেয়ারম্যান হয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

সুইজারল্যান্ডের জেনেভায় ৮ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তিভিত্তিক উন্নয়নকেন্দ্রিক কমিউনিটির এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

ডব্লিউএসআইএসের এই ফোরাম যৌথভাবে আয়োজন করে থাকে আইটিইউ, ইউনেস্কো, ইউএনডিপি ও ইউএনসিটিএডি।

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই ফোরামে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভাসহ শতাধিক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে।

এ বছরে এই ফোরামে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন বলে আয়োজক সংস্থা আইটিইউ আশা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here