খবর৭১ঃচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্টিল মিলের চুল্লি বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার ভার ৬টার দিকে শীতলপুর স্টিল অটো রি-রোলিং মিলে (এসএএসএম) এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- জাকির হোসেন (২৫), শাহ আলম (৫৫), মাইনুদ্দিন (২৫), আমজাদ হোসেন (৪০), রিয়াদ হোসেন (২৫), শাকিব হোসেন (৩২)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার জানান, শীতলপুর স্টিল অটো রিরোলিং মিলে (এসএএসএম) লোহা গলানোর সময় হঠাৎ চুল্লি বিস্ফোরিত হয়। এতে ছয় শ্রমিক দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে জাকির হোসেন ও শাহ আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় মাইনুদ্দিন, আমজাদ হোসেন, রিয়াদ হোসেন ও শাকিব হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। তাদের শরীর ৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান এএসআই।
খবর৭১/ইঃ