প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ আজ

0
333

খবর ৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নবনির্বাচিত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সাক্ষাৎ করবেন।

এতে কোটা আন্দোলনের নেতা ও ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরও থাকবেন বলে তিনি নিশ্চিত করেছেন। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ অধিকাংশ হল সংসদে পূর্ণ প্যানেলে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩টি পদে জয়লাভ করে। ভিপি ও সমাজ সেবা সম্পাদক পদ ছাড়া জিএস ও এজিএসসহ বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত শিক্ষার্থী পরিষদ ২৫ সদস্য বিশিষ্ট ডাকসুর নির্বাহী কমিটির মধ্যে ২৩টি পদে জয়লাভ করেন।

নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর ভিপি, ছাত্রলীগের গোলাম রাব্বানী জিএস পদে জয় লাভ করেন। শুরু থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ করেন ভিপি নূর। তিনি ৩১ মার্চের মধ্যে পুনরায় নির্বাচনেরও দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here