শনিবার রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল

0
361

খবর৭১ঃ শনিবার রাতেই দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে শনিবার সকালে টেস্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বদলে গেল মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায়। ওই ঘটনায় নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ বাতিল হওয়ায় দেশে ফিরছেন বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ জানিয়েছেন, শনিবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১২টায় রওনা দিয়ে বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌছাবে বাংলাদেশ দল।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে জুমার নামাজের সময় মসজিদে হামলা চালায় মুসলিম বিদ্বেষী অস্ট্রেলিয়ান এক নাগরিক। প্রথমে আল নূর মসজিদে হামলা চালায় সে। পরে পার্শ্ববতী লিনউড মসজিদ হামলা চালায়। নৃশংস ওই হত্যাকাণ্ডের পুরো ঘটনা ফেসবুক লাইভে প্রচার করে হামলাকারী।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে এ ঘটনায় সেখানে অবস্থান করা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তারা ওই মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। তারা মসজিদে প্রবেশের মুহূর্তে এই হামলা চালানো। ক্রিকেটাররা দৌড়ে সেখান থেকে নিরাপদে আশ্রয় নেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here