হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মানবাধিকার কাউন্সিল উপজেলা শাখার অভিষেক ও পরিচয় পত্র বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জের তানজিনা কমিউনিটি সেন্টারে অনু্িঠত হয়েছে। মানবাধিকার কাউন্সিল উপজেলা শাখার সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক লুৎফুর রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক সুজন তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তক্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সাবেক ডিআইজি মোস্তাফা জামাল উদ্দিন আল-আজাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সচিব ও সাবেক অতিরিক্ত সচিব টিআইএম নুরুন নবী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী আশিক মিয়া, সাধারন সম্পাদক এড. আবুল জলিল। বক্তব্য রাখেন,উপজেলা শাখার সহ সভাপতি ফারুক আহমদ সরকুম, শামীম তালুকদার, সাকির আমিন প্রমুখ। সভা শেষে সভাপতি আলহাজ্ব সুন্দর আলী, সিনিয়র সহ সভাপতি নওশাদ মিয়া, সহ সভাপতি ফারুক আহমদ সরকুম, শাহ আরজ মিয়া, মেহেদী হাসান সুহেল, সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সিনিয়র সহ সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম ফজলসহ মানবাধিকার কাউন্সিল উপজেলা শাখা কমিটির ৫২ জনকে আনুষ্ঠানিক পরিচয় পত্র প্রদান করেন প্রধান অতিথি।
খবর৭১/এসঃ