ক্রাইস্টচার্চে হামলায় নিহত তিন বাংলাদেশি

0
349

খবর৭১ঃনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে সেন্ট্রাল মসজিদে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৯ জন। নিহতদের মধ্যে রয়েছেন তিন বাংলাদেশি। এ ঘটনায় এখন পর্যন্ত এক নারীসহ চারজনকে আটক করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে যখন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তখন শুক্রবারের জুমার নামাজের প্রস্তুতি চলছিল।

নিহত তিন বাংলাদেশি হলেন, কৃষিবিদ ড. মো. আব্দুস সামাদ, হোসনে আরা এবং একজনের নাম-পরিচয় জানা যায়নি।

ড. মো. আব্দুস সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃ‌ষিতত্ব বিভাগের সাবেক অধ্যাপক। ড. মো. আব্দুস সামাদের গ্রা‌মের বা‌ড়ি কু‌ড়িগ্রাম জেলার না‌গেশ্বরী উপ‌জেলার স‌ন্তোষপুর গ্রামে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here