শালকের বিপক্ষে ৭-০ গোলের বিশাল ব্যবধানের জয় পেল পেপ গার্দিওলার শিষ্যরা

0
389

খবর৭১ঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে শালকেকে গুঁড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরোর জোড়া গোলে শালকের বিপক্ষে ৭-০ গোলের বিশাল ব্যবধানের জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। আর আসরটির দুই লেগ মিলিয়ে ১০-২ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সিটি। এর আগে প্রথম লেগে শালকের মাঠে ৩-২ ব্যবধানে জয় পায় সিটি।
৭-০ গোলের জয়ে ইউরোপ সেরার লড়াইয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো ইংলিশ ক্লাবটি।

এদিন ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাব শালকেকে আতিথেয়তা দিয়ে আসলে লজ্জাই দিল সিটি। আক্রমণের পসরা সাজিয়ে সিটি খেলার ৩৫ মিনিটে আগুয়েরোর পেনাল্টি গোলে এগিয়ে যায়।

আর তিন মিনিট পরেই এই আর্জেন্টাইন আরও একটি গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের শেষ দিকে লেরয় সানে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় গার্দিওলার শিষ্যরা। ৫৬ মিনিটে রাহিম স্টারলিং দলের চতুর্থ গোলটি করেন। ৭১ ও ৭৮ মিনিটে একটি করে গোল আসে বেনার্দো সিলভা ও ফোডেনের পা থেকে। আর ৮৪ মিনিটে শালকের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গ্যাব্রিয়েল জেসুস।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here