খবর ৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও পরাজিত ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ শুভেচ্ছা জানান তিনি।
এসময় ছাত্রলীগ সভাপতি বলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় এজন্য সব শিক্ষার্থীর প্রতি নূরকে মেনে নিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।
নূরকে জড়িয়ে ধরেন তিনি দায়িত্বশীল আচরণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রলীগ সভাপতি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডাকসু ভিপি বলেন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করছি।
তবে তাকে হামলার জন্য জন্য দায়ীদের বিচার করার জন্য ভিসি বরাবর দাবি জানান।