ঢাবিতে আজও ছাত্রদলের অবস্থান

0
525

খবর৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল বাতিল ও পুন:নির্বাচন চেয়ে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তারা নির্বাচনের ফলাফল, পুন:নির্বাচন চেয়ে তফসিল, ভিসির পদত্যাগসহ বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।

এদিকে নির্বাচনে ভিপি পদের ফলাফল পরিবর্তনের দাবিতে আজও ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। ভিসিও কার্যালয়ের সামনে টায়ারে আগুন জালিয়ে তারা বিক্ষোভ করছে।

এর আগে সোমবার (১১ মার্চ) বিকেলে ডাকসু নির্বাচন বর্জন করে ঢাকা বিশ্বদ্যিালয়ের ভিসি’র কার্যালয় ঘেরাও করে অবস্থান করে ছাত্রদলের নেতাকর্মীরা। এদিন দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ভোট বর্জন করে ছাত্রদল। পরে ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যের বাস ভবন ঘেরাও করে বিক্ষোভ করে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here