মো.আবু সাইদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি – হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি’এই প্রতিপাদ্যকে সামনে নওগাঁর পত্নীতলায় জাতীয় দূর্যোগ দিবস উদ্যাপন উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা চত্বরে থেকে একটি বর্নাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই কর্মসূচীর আয়োজন করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু সোয়েব খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সৈকত দাস,কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকারা,সমাজসেবা অফিসার সুলতান মাহমুদ,আনছার ভিডিবি অফিসার জিয়াউর রহমান,পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপাপ্ত ইস্টেশন অফিসার গোলাম সারোয়ার, একাডেমিক সুপার ভাইজার মোরশেদুল আলমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সহাস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
খবর৭১/ইঃ