খবর৭১ঃমঈনুল হাসান রতন , হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে একটি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে পুরুষ ভোটাররা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের আটটি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে ভোটারের উপস্থিত কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। তবে চা বাগান অধ্যুষিত চুনারুঘাট ও বাহুবল উপজেলার ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারের দীর্ঘ লাইন লক্ষ করা যায়।জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, সকালে শান্তিপূর্ণভাবে প্রতিটি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। আশা করি, সবার সহযোগিতায় বিকাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ করতে পারবো।হবিগঞ্জের আটটি উপজেলায় চেয়ারম্যান পদে ২৯, ভাইস চেয়ারম্যান পদে ৪৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন প্রায় সাড়ে ১০ হাজার সদস্য। এর মধ্যে পুলিশ দুই হাজার ৮৫, আনসার সাত হাজার ৭০৪, বিজিবি ৩৬০ ও ১২৮ জন র্যাব সদস্য। পাশাপাশি একাধিক ভ্রাম্যমাণ আদালতও রয়েছেন।
খবর৭১/জি