মঈনুল হাসান রতন ,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের নিউফিল্ডে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় ইভটিজিংয়ের ঘটনা নিয়ে দুই দল যুবকের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় এক ব্যবসায়ীকে আটক করা হয়। গতকাল শুক্রবার রাত ৮টায় বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ওই সময় মেলায় আসা দর্শনার্থীদেরকে উত্যক্ত করে আসছিল একদল বখাটে। এ সময় জনৈক যুবক প্রতিবাদ করা মাত্র দুই পক্ষের মাঝে বাক-বিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে সদর থানার এসআই ইদ্রিছ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছলে বখাটেরা পালিয়ে যায়। তখন পুলিশ মেলায় অবস্থিত দুবাই বোরকা হাউসের মালিক সদর উপজেলার আটঘরিয়া গ্রামের এনামুল হক (৩০) কে আটক করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে সদর থানার এসআই ইদ্রিছ আলী জানান, আটক ব্যক্তির দোকানের সামনে এ ঘটনাটি ঘটে এবং যুবকরা তাঁর পরিচিত। তাছাড়া এনামুল হক পুলিশের সাথে অশোভণ আচরণ করে। সেই জন্য আটক করা হয়েছে। অপরদিকে আটক ব্যক্তি জানান, তাঁর দোকানের সামনে মারামারি হয়েছে সত্য। কিন্তু সে ফিরাতে গেলে পুলিশ ভুল বুঝে তাকে দাঙ্গাবাজ মনে করে নিয়ে আসে। দর্শনার্থীরা জানান, মেলা কর্তৃপক্ষ ও আইনশৃংখা বাহিনীর নজরদারি না থাকায় সন্ধ্যার পর থেকেই বখাটেরা মেলার ভেতরে আনাগোনা শুরু করে এবং যুবতিদেরকে ঠেলা ধাক্কা দেয়। এতে করে অনেক ভদ্র ঘরের মেয়েদের মেলায় যেতে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি কলেজের এক ছাত্রীকে ধাক্কা মেরে তার স্বর্ণের চেইন ও হাতের মোবাইল নিয়ে যায় একদল যুবক।
খবর৭১/ইঃ