ঢাকা বার নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

0
560

খবর ৭১ঃ ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (৭ মার্চ ) অনুষ্ঠিত ওই নির্বাচনের ফল শুক্রবার দিবাগত (৯ মার্চ) মধ্যরাতে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচনে ২৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রেজারার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং নির্বাহী সদস্য ৯ জনসহ মোট ১৮টি পদে জয়ী হয়েছে। বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সিনিয়র সহ-সভাপতি, লাইব্রেরি সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং নির্বাহী সদস্য ৬ জনসহ মোট ৯টি পদে জয়লাভ করেছে।

নির্বাচনে এবার ১৭ হাজার ৮৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল। তবে দুদিনব্যাপী ভোটগ্রহণে ৯ হাজার ৩৬৪ জন ভোট দিয়েছেন। বাকি ৮ হাজার ৫৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি।

এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বারের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল।

নীল প্যানেলে সভাপতি পদে মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান এবং সাদা প্যানেলে সভাপতি পদে গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান রচি প্রতিদ্বন্দ্বিতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here