ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে এলেন হিরন-রাজু

0
7641

খবর ৭১ঃ সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০১৯-২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সমকালের ওয়াকিল আহমেদ হিরন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবজমিনের নাজমুল আহসান রাজু।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত নির্বাচনের পর এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক আশরাফ-উল-আলম ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য সাংবাদিক মিজান মালিক ও তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন।

Advertisement

এলআরএফ এর ২০১৯-২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি পদে সময়ের আলোর হিরা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের মতলু মল্লিক, কোষাধ্যক্ষ পদে জাগো নিউজের ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক পদে রেডিও টুডের মনজুর হোসাইন, দপ্তর সম্পাদক পদে ভোরের কাগজের তানভীর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাইজিংবিডির মেহেদী হাসান ডালিম এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টি ফোরের মাসউদুর রহমান নির্বাচিত হয়েছেন।

আর কার্যনির্বাহী কমিটির সদস্য পদে আমাদের নতুন সময়ের এস এম নূর মোহাম্মদ, ডিবিসি টেলিভিশনের জাহিদ হাসান, ইত্তেফাক অনলাইনের খাদেমুল ইসলাম এবং বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান নির্বাচিত হন।

এদিন নির্বাচনের আগে সংগঠনের সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান জাবেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here