জোহরুল ইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েেেছ।সহকারী রিটানিং অফিসার সূত্রে জানাগেছে,শুক্রবার বেলা ১১টায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নাচোলে উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ দলীয় প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন (নৌকা) প্রতীক,স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম (মটর সাইকেল),স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম (আনারস),আদিবাসী নেতা বিশ্বনাথ মাহাতো (ঘোড়া) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান (বৈদ্যুতিক বাল্ব),যুবলীগ নেতা রেজাউল করিম বাবু (চশমা),উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ (মাইক),উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ শোভন (টিয়া পাখি),সাবেক ছাত্রলীগ নেতা গোলাম বারেকী (বই),জাপা সমর্থিত হাফিজুর রহমান (টিউবয়েল),আদিবাসি নেতা মতিলাল মন্ডল (তালা) প্রতীক পেয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি (হাঁশ), উপজেলা মহিলালীগের সভানেত্রী রঞ্জনা বর্মন (ফুটবল), উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শামিমা ইয়াসমিন লিপি(ফ্যান),নাচোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নাজমা খাতুন (কলস) প্রতীক পেয়েছেন। আগামী ২৪ মার্চ নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে ১ লক্ষ ৬ হাজার ৬’শ ২০জন ভোটার ৫৫টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
খবর৭১/এসঃ