রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

0
378

খবর ৭১ঃ রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য গ্যাস সরবারহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীন চুনকুটিয়া, কেরানীগঞ্জ এলাকায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে। এজন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টার জন্য চুনকুটিয়া, সুভাড্ডা, হাসনাবাদ, ইকুরিয়া, মিরেরবাগ, পার-গেণ্ডারিয়া, কালিগঞ্জ ও এর আশেপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, সিএনজি এবং শিল্প গ্রাহক আজমত আলী পেপার্স মিলসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here