এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় “নিরাপদ ফসল উৎপাদন কৌশল ও ব্যবস্থাপনা” বিষয়ে কৃষাণ-কৃষাণীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতীম সাহা। উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সমীর কুমার গোস্বামী, জেলা প্রশিক্ষক হরলাল মধু বক্তব্য রাখেন।
উক্ত প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন। মঙ্গলবার প্রশিক্ষণ শেষে কৃষাণ-কৃষাণীদের মাঝে বীজ বিতরণ করা হয়।
খবর৭১/ইঃ