খবর ৭১ঃ সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় এক সড়ক দূর্ঘটনায় সোমবার দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মদিনা মনোয়ারা থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে ওয়াদি আল জিন্নির জিনের পাহাড় সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার নাজিম উদ্দিন (৬০) ও জয়নাল আবেদীন (৭৫)। তারা দুজনই সম্পর্কে চাচা-ভাতিজা।
তারা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে এসেছিলেন। ওমরাহ পালন শেষে সোমবার তারা মদিনা মনোয়ারায় জিয়ারতে যান। সেখান থেকে ওয়াদি আল জিন্নিতে জিনের পাহাড় দেখতে যান।
পাহাড় দেখে ফেরার পথে রাস্তায় অনেক হাজি ও পথচারীদের সঙ্গে তারাও সড়কে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে একটি প্রাইভেটকার এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।