এবার ওয়েব সিরিজে নাম লেখালেন মিমও

0
470

খবর৭১:কলকাতায় হঠাৎ করে মুক্তি পেলো বিদ্যা সিনহা মিম অভিনীত ‘থাই কারী’ নামের একটি ছবি। তবে গত কয়দিন যাবত তার উৎসাহ আগ্রহ অন্য কিছু নিয়ে। মিমের এখন সকল মনোযোগ ‘সাপলুডু’ ছবিটি নিয়ে। গোলাম সোহরাব দোদুল পরিচালিত ছবিটির টিজার প্রকাশ হওয়ার পর থেকেই বেশ সাড়া পাচ্ছেন মিম।

তিনিও চাইছেন এই ছবিটির মাধ্যমে দর্শক ভক্তদের মনে নিজের অবস্থানটা আরও দৃঢ় করতে। ছবিটির প্রচারণায় তিনি সেভাবেই করছেন। এর আগে কোনো ছবির প্রতি তার এত আকর্ষণ ও আগ্রহ দেখা যায়নি।

মিম জানালেন, অল্প সময়ে টিজারটি চারদিকে বেশ আগ্রহ তৈরি করেছে। এই ছবিতে কাজ করতে গিয়ে আমার ভালো লেগেছে, তাই আমার বিশ্বাস, ভালো কিছু হবে। ছবির গল্প ভালো, নির্মাণ ভালো। যদি তা না হতো, তা হলে টিজার দেখে মানুষের আগ্রহের প্রকাশটা এত জোরালো হতো না।

এদিকে আবারও ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এর আগে ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

ছয় পর্বের এই সিরিজটির নাম এখনো চূড়ান্ত হয়নি। সিরিজটি প্রযোজনা করছেন আলফা আই মিডিয়া লিমিটেড। এটিও পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। নির্মাণ হচ্ছে বায়োস্কোপ অরিজিনালের জন্য।

নতুন কাজটি নিয়ে মিম জানালেন, কয়েক দিন আগে কাজটি করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ৯ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে শুটিং। এরপর ১৯ মার্চ থেকে কলকাতায় এর পোস্ট প্রোডাকশনের কাজ হবে।

ওয়েব সিরিজে কাজ করা প্রসঙ্গে মিম বললেন, সিনেমার বাইরে নাটক কিংবা এ ধরনের কাজ তেমন করি না। প্রকল্পটি নিয়ে কথা বলতে গিয়ে গল্প, তাদের আয়োজন দেখেই রাজি হয়েছি। তা ছাড়া এটি পরিচালনা করবেন সাপলুডু ছবির পরিচালক। তার সঙ্গে এরই মধ্যে আমার বোঝাপড়ার জায়গাটা তৈরি হয়েছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here