মোদির পাশে থাকার আশ্বাস দিলেন পুতিন

0
257

খবর৭১ঃ
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার ভারতের পাশে থাকার বার্তা দেয় রাশিয়া।

পুতিনকে ধন্যবাদ জানিয়ে ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের প্রতিরোধকে সমর্থন করেছেন পুতিন। সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে রয়েছে রাশিয়া।

বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের পুলওয়ামায় হামলা নিয়ে পুতিন সমবেদনা জানান। সন্ত্রাসবাদে যে দেশ মদত দেয়, তাকে সবরকম সাহায্য বন্ধ করা উচিত বলে দুই রাষ্ট্রনেতাই ফোনে সহমত প্রকাশ করেন।

ইতিমধ্যে পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, শান্তির পদক্ষেপ হিসেবে ছেড়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে।

শুক্রবার সন্ধ্যায় ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে তাকে। এরইমধ্যে রাতেই দিল্লিতে পৌঁছেছেন অভিনন্দনের পরিবার।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here