পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি ইমরান খানের

0
653

খবর৭১ঃভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, কাশ্মিরের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে গেলে তা পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারে।

তিনি বলেন, যদি যুদ্ধ শুরু হয়ে যায় তবে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিয়ন্ত্রণে থাকবে না। আমাদের দুদেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। যদি হিসেবে ভুল করলে পারমাণবিক যুদ্ধের মতো কোন পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কি আমরা এর দায় দিতে পারব?

পাকিস্তানের গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে ইমরান খানকে এমন হুঁশিয়ারি জানাতে দেখা যায়। খবর নিউজ এইইউর।

প্রধানমন্ত্রী ইমরান খান ভাষণে আরও বলেন, বিশ্বের সব যুদ্ধই ভুলভাবে শুরু হয়েছে। যারা যুদ্ধ শুরু করেছে তারা কখনো জানতো না, যুদ্ধ কখন শেষ হবে।

ভারতীয় বিমান ভূপাতিত করা প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুধু আমাদের সামর্থ্য দেখাতে চেয়েছি। দুটি ভারতীয় জেট বিমান পাকিস্তান সীমান্তে প্রবেশ করেছে, আমরা তাদের ভূপাতিত করেছি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here