নিজেকে ‘টেররিস্ট’, ‘মার্ডারার’ বলে মনে হচ্ছে’

0
394

খবর৭১ঃ জিজ্ঞাসাবাদের জন্য ইউটিউবার সালমান মুক্তাদিরকে নিয়ে যায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। পরে তাকে ছেড়েও দেয়া হয়। ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেছেন, ভিডিও সরানোর শর্তে সালমান মুক্তাদিরকে ছেড়ে দিয়েছে পুলিশ।

নাজমুল ইসলাম আরো বলেন, ‘আমাদের পক্ষ থেকে সালমানকে কাউন্সেলিং ও নিরাপদ ইন্টারনেট সংক্রান্তে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো মনিটর করা হচ্ছে। কমিটমেন্ট রক্ষা না করলে পরবর্তীতে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, গত ১৮ ফেব্রুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার সালমানের অবস্থান জানতে চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’

এদিকে ছাড়া পাওয়ার পর সালমান মুক্তাদির বলেন, ‘যে ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটি আগেই সরিয়ে ফেলেছিলাম। তারপরও কেন এত আলোচনা হচ্ছে- বুঝতে পারছিনা।’

এদিকে অনেকটা বিষণ্ণতা নিয়ে সালমান আরো বলেন, ‘বিষয়টি নিয়ে যা ঘটছে তাতে নিজেকে ‘টেররিস্ট’ (সন্ত্রাসবাদী), ‘মার্ডারার’ (খুনি), ‘ন্যাশনাল থ্রেট’ (জাতির জন্য হুমকিস্বরূপ) বলে মনে হচ্ছে।’

প্রসঙ্গত, কিছুদিন আগে সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ টাইটেলে একটি গানের ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি অশ্লীলতার দায়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। এরপর তার ইউটিউব চ্যানেল এর সাবস্ক্রাইবার কমতে থাকে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here