দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

0
322

খবর ৭১ঃ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি’র (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। এসময় ফেরির চালকেরা দিক নির্ণয়ে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

তিনি জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।

আবু আব্দুল্লাহ আরও জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও যানবাহনসহ মাঝ নদীতে আটকা পড়েছে ৬টি ফেরি। এছাড়া নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে ৩ শতাধিক যানবাহন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here