ভারতে মদ পানে ৩২ জনের মৃত্যু

0
312

খবর ৭১ঃ বিষাক্ত দেশি মদ পান করে একদিনেই মারা গেলেন ৯ নারীসহ ৩২ নাগরিক। মারা যাওয়া সবাই চা-বাগানকর্মী। এ ঘটনায় আরো ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এমনই ঘটনা ঘটেছে ভারতের আসামে। সংবাদ সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, ইতিমধ্যে এই ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। পুলিশ জানায়, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের আরো অনেক কর্মীকে বৃহস্পতিবার রাতে একই কারণে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

গুয়াহাটির সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, বিষাক্ত দেশি মদ পান করার জন্যই এই মৃত্যু। জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করা ১০ জনের আজ মৃত্যু হয়।

স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়া জানান, প্রায় ১০০ জন ওই বিষাক্ত মদপান করেছিল। খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে তারা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মারা গিয়েছিল ১০০ জনের বেশি মানুষ। তার দু’সপ্তাহের মধ্যেই ফের আসামে ঘটল এই ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here