দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
সোশ্যাল ওমেন অর্গানাইজেশন ফর ভিলেজ এ্যাডভান্সমেন্ট(সোভা) সংস্থার উদ্যোগে নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্যের সংবর্ধনা, সোভা সানফ্লাওয়ার স্কুলের ৭ম বর্ষ এবং সোভা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫ম বর্ষ উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সোভা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে সোভার নির্বাহী পরিচালক আনোয়ার-উল- আজাদ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বিপ্লব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, বগুড়া জজ কোর্টের এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, জেকে কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল বাশার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক ব্যাংকার আলহাজ্ব আজিজুল হক, বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ মহল প্রমুখ। সভার শুরুতে সোভা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদারকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
খবর৭১/ইঃ