খবর ৭১: এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ড. কামরুল আহসানের লেখা ভালোবাসার কবিতার বই ‘অ অ ভা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শনিবার এস এ টেলিভিশনের ষ্টুডিওতে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য, মেঘনা ব্যাংক লিঃ এর চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান। বইটি মহান ২১ শে বইমেলার “জাগৃতি প্রকাশনী” এর ২২৫, ২২৬, ২২৭ নং স্টলে পাওয়া যাচ্ছে।
“অ অ ভা” কবিতা বইয়ের মোড়ক উন্মোচনে আরো উপস্থিত ছিলেন এস এ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, এস এ টিভির নির্বাহী পরিচালক খ ম হারুন, মবিলিটি ট্যাপ এন পে এর চেয়ারম্যান ড. মোঃ জহির উদ্দিন, লেঃ কর্নেল এম এ লতিফ খান (অব), মবিলিটি ওন মালয়শীয়া এর কর্ণধার ডাতো বিন এ রহমান প্রোফেসর ড. শহিন হোসেন, হেড অব এইচ আর এন্ড অ্যাডমিন মবিলিটি ট্যাপ এন পে কর্নেল এনায়েত করিম (অব.) প্রমুখ।