হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধি ঃ
ছাতকের শ্রীকৃষ্ণপুর দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সকাল ৯ টায় উক্ত প্রতিযোগিতা উদ্বোধন এবং বিকাল ৪টায় পুরষ্কার বিতরণ করা হয়। সাহেদুজ্জামান সুপারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,মানিক চন্দ্র দাশ, উপজেলা শিক্ষা অফিসার ছাতক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,মোঃ মোস্তফা আহসান হাবিব, ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার ছাতক। জনাব,মাছুম মিয়া,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ছাতক। জনাব,স্বপন কুমার তালুকদার প্রধান শিক্ষক উজির পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বক্তব্য রাখেন জনাব আঃ আব্দুস সালাম সহকারী শিক্ষক,বুরাইয়া স্কুল এন্ড কলেজ। জনাব, রাশেদা আক্তার ,নজরুল ইসলাম,শামিম আহমদ,উমর ফারুক সহকারী শিক্ষক লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়।লিয়াক আলী প্রধান শিক্ষক খাগহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় , রফিজ আলী প্রধান শিক্ষক বুরাইয়া চিছরাওলী সরকারী প্রাথমিক বিদ্যালয়,সাংবাদিক হাবিবুর রহমান নাসির,সেলিম মাহবুব সহকারী শিক্ষক হাদিউল ইসলাম,জুয়েল আহমদ,আঃ খালিক,হোসনা বেগম,সাকি আক্তার,রফিকুল হক, শাহিনা বেগম,মহি উদ্দিন,আঃ মুমিন,সাবেক মেম্বার আঃ মানিক,¯হানীয় আঃ হান্নান,রকিব উদ্দিন,আঃ হক,হাসিমুল ইসলাম,জালাল হোসেন,মাহবুব,আঃ রহমান প্রমূখ