যুবরাজ মুহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর একদিন পিছিয়ে গেছে

0
357

খবর৭১:যুবরাজ মুহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর একদিন পিছিয়ে গেছে। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

১৬ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ইসলামাবাদ পৌঁছার কথা ছিল সৌদি যুবরাজের। কিন্তু এখন তা একদিন পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী ১৭-১৮ ফেব্রুয়ারি পাকিস্তান সফর করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সফর পেছানোর কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এতে বলা হয়েছে, সৌদি যুবরাজের সফরের কর্মসূচি অপরিবর্তিত রয়েছে।

এদিকে, পাকিস্তানি ও সৌদি ব্যবসায়ীদের আসন্ন কনফারেন্স নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক নোটে বিনিয়োগ বোর্ডকে জানানো হয়েছে যে, সৌদি প্রতিনিধি দলের পাকিস্তান সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সম্মেলনের নতুন তারিখ সময়মতো জানিয়ে দেওয়া হবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here