একজন মানুষ নিরুপায় হয়েই থানায় যায়, তাদের সঙ্গে হাসিমুখে কথা বলুন : নড়াইলের পুলিশ সুপার

0
357

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের ৪টি থানা, একজন মানুষ নিরুপায় হয়েই থানায় যায়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন: থানা হবে মানুষের সেবার কেন্দ্র মন্তব্য করে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম বার), বলেছেন, একজন মানুষ নিরুপায় হয়েই থানায় যায়। হয়তো তার সব সমস্যার সমাধান নাও দিতে পারেন, কিন্তু তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কী করতে হবে বুঝিয়ে বলুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। থানায় এসে হাসিমুখে মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা পায়, এই প্রয়াস যেন অব্যাহত থাকে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম বার),‘থানায় এসে মানুষ যদি ভালো ব্যবহার পায়, পুলিশের প্রতি মানুষ সন্তুষ্ট থাকবে। এতে পুলিশের ওপর মানুষের বিশ্বাস ও আস্থায় জায়গা আরও বাড়বে।’মানুষকে সেবা দেওয়া পুলিশের একার পক্ষে সম্ভব হয় মন্তব্য করে পুলিশ সুপার বলেন, ‘পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। অপরাধীদের বিষয়ে জনগণ যদি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে, তবে সেবার মান আরও উন্নত হবে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম বার) বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা জনবান্ধব পুলিশ গঠন করতে পেরেছি। যার ফলে অপরাধের মাত্রা এখন অনেক কম। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে নড়াইলবাসীকে নিরাপদে রেখেছি। নারীবান্ধব ও শিশুবান্ধব পুলিশ গঠন করা হয়েছে। সুন্দর ব্যবহার করার মাধ্যমে আমরা মানুষের মন জয় করবো, এটাই হোক ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ এস.এম. ইকবাল হোসেন, প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ। বক্তব্য চলাকালে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন,পিপিএম বার) তাঁর বক্তব্যে বলেন, ধর্ম যার, যার রাষ্ট্র সবার। অনেকে ইসলামের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা পোষণ করে থাকেন। কিন্তু একজন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী পরহেজগার মানুষ কখনোই অপরাধের সাথে জড়িত হতে পারে না। ইসলাম কখনোই মাদক, জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিকে সমর্থন করে না। এগুলো ইসলামে অপরাধের শামিল বলেও তিনি উপস্থিত জনগণকে জানান। এছাড়াও সকলকে মাদক, জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্যও তিনি নড়াইলবাসীকে উদাত্ত আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here