খবর৭১ঃসম্প্রতি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের পেদারটেক শিল্প এলাকায় সামাজিক সচেতনাতা মূলক গণ-নাটক প্রদর্শশিত হয়, উক্ত নাটকে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ওসমান গণি। নাটকের স্থান নিবার্চন ও সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ অাজিজুর হক, দ্বীন ইসলাম ও শাহেদুল আলম। প্যারা- কাউন্সিলর ধামসোনা নাটক শেষে পরিচিতি পর্বে ফিল্ড-অর্গানাজার মোঃ ইমরান শেখ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা প্রকল্প সম্পর্কে বলেন, প্রত্যাশা প্রকল্পের মাধ্যমে ইউরোপ ফেরত প্রতারিত ও অবৈধ ভাবে বসবাসকারী অভিবাসীদের বিনামূল্যে সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক রিন্টিগ্রেশন সহযোগিতা দেওয়া হয়ে থাকে, এছাড়া বিশ্বের অন্যান্য যে কোন দেশ থেকে নির্যাতনের শিকার অভিবাসীকে রেফারেল লিংকেজের মাধ্যমে বিনামূল্যে ব্র্যাক অফিসে এসে তথ্য ও পরামর্শ নিয়ে নিরাপদে অভিবাসন করতে পারছেন। বক্তব্যের এক পর্যায়ে উপস্থিত দর্শকবৃন্দের কাছে নাটকের বিষয়ে মতামত জানতে চাইলে উপস্থিত দর্শকরা সচেতনতা মূলক নাটকটি অনেক ভালো হয়েছে বলে মত প্রকাশ করেন।
খবর৭১/ইঃ