আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মর্জিনা বেগম (২৮) নামে এক গৃহ-বধূ নিজের শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানান, গতকাল বিকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের আরাজীদহবন্দ গ্রামের সাইফুল ইসলামের শয়নঘরের ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রী মর্জিনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ ১১ বছরের দাম্পত্ত জীবনে মর্জিনা- সাইফুলের কোন সন্তান- সন্ততি নেই। প্রতিনিয়তই তাদের পারিবারিক দ্বন্দ্ব চলতে থাকার একপর্যায়ে মর্জিনার মৃত্যুর পর থানার এসআই বাবুল হোসেন লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এব্যাপারে মর্জিনার বেগমের পিতা মহির উদ্দীন থানায় একটি ইউডি মামলা করেছন।
খবর৭১/এসঃ