আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালত কর্তৃক ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশপ্রাপ্ত মজিবর রহমান (৫২) নামে এক আসামীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের নিজ বাড়ি থেকে মজিবর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মজিবর রহমান ঐ গ্রামের মৃত মেছের আলীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত আসামী মজিবর রহমান দীর্ঘদিন পলাতক ছিল।
খবর৭১/এসঃ