পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু করেছেন থানার নবাগত ওসি মোঃ এমদাদুল হক শেখ। অভিযান পরিচালনার আগে যোগদান করেই মাদক বিক্রয়, সরবরাহ ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে মাদকের উপর নীতিগত জিরো টলারেন্স ভূমিকার ঘোষণা দেয় ওসি। ঘোষণা অনুযায়ী মাদকের বিরুদ্ধে তিনি বিশেষ অভিযান শুরু করেছেন। ওসি নেতৃত্বে থানা পুলিশের চৌকস একটি দল মঙ্গলবার বিকেলে পৌর সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। ইতোমধ্যে এ সব অভিযানে ৩০ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবা সহ ৫ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলেন, গদাইপুর গ্রামের বছির শেখের ছেলে শুকুর শেখ ছোট (৪০), মেলেকপুরাইকাটী গ্রামের মৃত মলয় দাশের ছেলে সাধন কুমার দাশ (৫০), তালা উপজেলার কানাইদিয়া গ্রামের শেখ মন্টু ইসলামের ছেলে হাসিবুল ইসলাম (২২), লস্কর মধ্যপাড়া গ্রামের আনোয়ার গোলদারের ছেলে রফিকুল গোলদার (৩৫) ও মৃত আমিরুল গাজীর ছেলে জহিরুল গাজী (৩০)। বিশেষ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি (অপারেশন) রহমত আলী, এসআই আবুল বাশার, মিন্টু মিয়া, আবু সাঈদ, নাজমুল হক, মিজানুর রহমান, আব্দুল কাদের, বাবুল হোসেন, রাকিবুল ইসলাম, এএসআই মহিবুলসহ সহ পুলিশ সদস্যবৃন্দ।
খবর৭১/এসঃ