খবর৭১ঃ প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিতএমপি মাশরাফি বিন মুর্তজা।
একাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি শুরু হলেও মঙ্গলবার সংসদে যোগ দিলেন তিনি।
আজ বিপিএলের কোনো ম্যাচ না থাকায় সে সুযোগটা কাজে লাগান মাশরাফি।
বিপিএল খেলা নিয়ে ব্যস্ত থাকায় এতদিন তিনি সংসদে যোগ দিতে পারেননি। মাশরাফিকে ক্রিকেটের জন্য এখনো দলের প্রয়োজন। এ জন্য তাকে খেলাতেই বেশি মনোযোগ দিতে বলা হয়েছে।
এর আগে মাশরাফি বলেছিলেন, নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে যেতে চান সংসদ অধিবেশনে।
খবর৭১/এসঃ