জাতীয় প্রেসক্লাবের সামনে মশিয়ারের উপর হামলাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

0
410

তালা অফিসঃ
জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমানের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক তহিদুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য ইকবল কবির, আরিফ বিল্লাহ, সুকান্ত সরকার, শ্যামল শীল, জাহিদুর রহমান, সৌরভ, কামরুল ইসলাম, তাজুয়ার, ইমন, নাফিজ বিল্লাহসহ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা, সরদার মশিয়ার রহমানের উপর হামলাকারী দ্রুত গেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও আসন্ন উপজেলা নির্বাচনে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী সরদার মশিয়ার রহমানকে গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে সাতক্ষীরা রেডক্রিসেন্ট অফিসের সামনে ছুরিকাহত করে দুর্বত্তরা।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here