একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ঢাকা সিটি করপোরেশনেও সুষ্ঠু নির্বাচন চান সিইসি

0
340

খবর৭১:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ঢাকা সিটি করপোরেশনেও সুষ্ঠু নির্বাচন চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। নির্বাচনি কর্মকর্তাদের সিইসি বলেন, ‘আমরা চাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেভাবে পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন, ঠিক সেভাবেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনও আপনাদের পরিচালনায় সুষ্ঠু হবে।’
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা উত্তর সিটি মেয়রের শূন্য পদে স্থগিত নির্বাচন, উত্তর ও দক্ষিণ সিটির নবগঠিত ৩৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে স্থগিত নির্বাচন এবং উত্তর সিটির ৯ ও ২১ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে নির্বাচনি কর্মকর্তাদের উদ্দেশ করে সিইসি বলেন, ‘এখানে নির্বাচনে কে জয়ী হলো, সেটা আপনাদের দেখার বিষয় নয়। আপনাদের বিষয় হলো, প্রার্থীরা কীভাবে আচরণবিধি পালন করে সেটা দেখা।’
সিইসি আরও বলেন, ‘আইনানুগ নির্বাচন করতে হবে। আপনাদের প্রতি যেমন মানুষের আস্থা ও ভালোবাসা আছে, সেটা প্রয়োগ করেই এই নির্বাচনের আচরণবিধি কীভাবে প্রতিপালিত হয় সেটা দেখতে হবে। আপনারা জানেন, যখনই ম্যাজিস্ট্রেটরা কোথাও গিয়ে আচরণবিধি মেনে চলার জন্য পরামর্শ দেন, তারা প্রার্থী বা যেই হোক না কেন, সবাই কিন্তু শ্রদ্ধার সঙ্গে তা পালন করেন।’
কেএম নূরুল হুদা বলেন, ‘সমস্যা হয় কাউন্সিলরদের নিয়ে। কাউন্সিলররা এত বেশি প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, যার কারণে আইন-কানুন অবনতির ক্ষেত্রে কোনও কোনও জায়গায় তাদের ভূমিকা থেকে যায়। তবে আপনারা বিচারিক মনোভাব নিয়ে যদি তাদের সামনে যান দেখবেন প্রত্যেকে আপনাদের কথা শুনবেন।’
সিইসি বলেন, ‘আমি দেখেছি, জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনও কোনও জায়গায় একজন জুনিয়র ম্যাজিস্ট্রেট গিয়ে কোনও প্রার্থীকে জরিমানা করলেও তারা প্রতিবাদ করেননি। বরং এরকম অপরাধ আর করবেন না সেরকম অঙ্গীকার দিয়েছেন।’
কেএম নূরুল হুদা বলেন, ‘আইনানুগ দৃষ্টিভঙ্গি ও বিচারিক মনোভাব নিয়ে কাজ করতে হবে। সেটা আপনাদের মধ্যে আছে, এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আপনারা যারা এখানে আছেন, তারা এদেশের যোগ্য নাগরিক। আপনাদের হাতে কোনও অনিয়ম হবে না এ ব্যাপারে আমি নিশ্চিত।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here