খবর৭১:এম শিমুল খান, গোপালগঞ্জ : দৈনিক জনতার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শহিদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কাশিয়ানী উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন স্থানীয় সাংবাদিকরা।
কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি শহিদুল আলম মুন্না, সাধারণ সম্পাদক ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, দৈনিক নতুন দিনের পান্নু শিকদার, চ্যানেল এস’র মো: জাহিদুল ইসলাম, আমার সংবাদের জেলা প্রতিনিধি শেখ হাচান, দৈনিক আজকের অগ্রবানীর তাইজুল ইসলাম টিটন, কাজী কাফু, বিজয় মল্লিক, স, ম লিটন, মোহাম্মাদ উজির, আহসান হাবীব প্রমুখ।
এ সময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেন তারা।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী সাংবাদিক শহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে গোপালগঞ্জের মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় একদল সন্ত্রাসীর অতর্কিত হামলার শিকার হন।
খবর৭১/জি