প্রশ্ন ছাপা বা বিতরণে ভুল তদন্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

0
595

খবর ৭১ঃ এসএসসি পরীক্ষার প্রথম দিনের প্রশ্ন বিতরণ নিয়ে ভুল ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মাদরাসা-ই-আলিয়ায় দাখিলের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ছাপা বা বিতরণে ভুল তদন্ত করা হচ্ছে। আর প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে। এ ধরনের অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না।

সারাদেশে গতকাল শনিবার (২ ফেব্রুয়ারি) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। সরকারের নানা উদ্যোগের কারণে এবার প্রশ্নফাঁস ঠেকানো গেলেও ভুল প্রশ্নপত্র বিতরণ, মুদ্রণগত ত্রুটি, দেরিতে পরীক্ষা শুরুসহ নানা কারণে এ দিন ভোগান্তি পোহাতে হয়েছে পরীক্ষার্থী ও শিক্ষকদের। এ নিয়ে বিভিন্ন কেন্দ্রে হয়েছে হট্টগোল।

বিশেষ করে ঢাকা-চট্টগ্রামের অন্তত ১০টি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শেরপুরের শ্রীবরদীর একটি কেন্দ্রে মূল প্রশ্নপত্রের ফটোকপি দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here