খবর ৭১ঃ চট্টগ্রামের পটিয়ার ভায়ের দিঘী এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। রবিবার সকাল পৌনে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী সৌদিয়া পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
চমেক হাসপাতালের ডিউটি অফিসার এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আটজনকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার পর সেখানে আরো একজনের মৃত্যু হয়। আর বাকি আহতদের মধ্যে দুইজনের অবস্থা খুবই গুরুতর। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।