উলিপুরে ১২জুয়ারি আটক।

0
328

আরিফুল ইসলাম সুজন কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাল ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১২ জুয়াড়ি কে আটক করেছে উলিপুর থানা পুলিশ । আটককৃতরা হলেন ছক্কু ব্যাপারী(৪০),আজাহার আলী(৩৮) পিতা মৃত আনছার আলী, আবুল কালাম(২৫) পিতা আবুল কাশেম, নুরনবী মিয়া(৩৭) পিতা আব্দুল মান্নান,চাঁদ মিয়া(৫০) পিতা নুরুল হক,রফিকুল ইসলাম সাগরভাসা(৩৬) পিতা কাশেম আলী, মোসলেম উদ্দিন(৩২) পিতা জহুরুল ইসলাম, মোখলেছার রহমান(৩১) পিতা আলিফ উদ্দিন, মোখলেছার রহমান(৩৪) পিতা ছফর উদ্দিন, মমিনুল ইসলাম(৩৭) পিতা মৃত কিনা মিয়া,নিরাশা(৩০),আতিকুর(২৫)।

এ ব্যাপারে শুক্রবার(১ ফেব্রুয়ারি) উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here