গর্ভভাড়ায় ছেলের মা হলেন বিয়েতে অনাগ্রহী একতা

0
680

খবর৭১ঃ বিয়েতে অনাগ্রহী ভারতের সেলিব্রেটি একতা কাপুর ছেলেসন্তানের মা হয়েছেন। সারোগোসি পদ্ধতি (গর্ভভাড়া) অবলম্বনে মা হলেন তিনি।

মা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন জগতের তারকারা একতাকে অভিনন্দন জানাচ্ছেন। একতা কাপুরের ঘনিষ্ঠ বন্ধু চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্ত তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে একতার ভাই বলিউড তারকা তুষার কাপুরও সারোগোসির মাধ্যমে বাবা হয়েছেন। ২০১৬ সালে সারোগোসির মাধ্যমে তিনি জন্ম দেন তার ছেলে লক্ষ্যকে।

ভাইপোকে দেখার পর নিজেও মা হওয়ার বিষয়ে আগ্রহী হন প্রযোজক একতা। তবে বিয়ে না করার সিদ্ধান্তে অনড় থাকেন। তাই ভাই তুষার কাপুরের পথ বেছে নেন তিনি।

একতা কাপুরের বয়স এখন ৪৩। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়ে দিয়েছেন, বিয়ে করবেন না। কিন্তু মা হয়ে সন্তান বড় করতে চান তিনি।

তুষার কাপুর ও বলিউডের বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র ও শোভা কাপুরের সন্তান।

একতা কাপুর সম্প্রতি এরিকা ফার্নান্দেজ, পার্থ সামথান ও হিনা খানকে নিয়ে ‘কসৌতি জিন্দেগি টু’ শুরু করেছেন। পাশাপাশি তিনি বালাজি টেলিফিল্মসের একটি শাখা, অল্টবালাজির মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ তৈরি নিয়েও ব্যস্ত।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here