পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছার গড়ইখালীর কাকচিবুনিয়া চিংড়ি ঘেরের জমির মালিকানা স্বত্ব নিয়ে আবারো দু’পক্ষ বিরোধে জড়িয়ে পড়েছে। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগের প্রেক্ষিতে থানায় অভিযোগ হয়েছে।
জানা গেছে, আলোচিত ৪০০ বিঘার কাকচিবুনিয়া চিংড়ি ঘের নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে পাল্টাপাল্টি মামলা, হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ খুলনা জেলা পুলিশ সুপার অফিসের মধ্যস্থতায় বৃহৎ চিংড়ি ঘেরটি খন্ডে খন্ডে বিভক্ত হয়ে পৃথক চিংড়ি ঘের সৃষ্টি হয়েছে। কিন্তু এবার চলতি মৌসুমে জমির স্বত্ব নিয়ে আবারো দু’পক্ষ বিরোধে জড়িয়ে পড়েছে। বাসাখালী গ্রামের শহর আলী সরদার ও ঘের মালিক গড়ইখালীর বাবু গাইন সহ কয়েকজন অভিযোগ করেছেন, তারা শান্তিপূর্ণভাবে জমির মালিকদের হারীর টাকা দিয়ে ঘের পরিচালনা করে আসছেন। এ মৌসুম শুরুতেই বাসাখালীর আব্দুল গণি সানা, জাকির সানা গংরা মনগড়া ও মিথ্যা অভিযোগ তুলে তাদের হয়রানী করার চেষ্টা করছে এবং ব্যক্তি বিহীন মালিকানা, ভূয়া নিলাম ও সরকারি জমির মালিকানা দাবি করে তাদের চিংড়ি ঘেরে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। এ ঘটনায় শহর আলী, মুজিবর মোল্লা, আতাউর রহমান, রফিকুল ইসলাম ও বাবু গাইন প্রতিপক্ষ আব্দুল গণি সানা, জাকির সানা, মফিজুল ইসলাম, নজরুল সরদার, রহিম সানা সহ ৭ ব্যক্তির বিরুদ্ধে বুধবার থানায় অভিযোগ করেছেন। এসআই মিন্টু মিয়া জানান, চিংড়ি ঘেরের বিরোধ নিয়ে দুটি পক্ষই অভিযোগ করেছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।