পরিকল্পনামন্ত্রীকে গালিগালাজ করায় যুবলীগ নেতার প্রতিবাদ

0
477

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পোষ্টার দেখিয়ে গালিগালাজ করায় ডা: নজরুল ইসলাম খোকন নামের এক যুবলীগ নেতাকে হত্যার হুমকী দিয়েছে নাজমুল ইসলাম উরফে সফি উল্ল্যা নামের এক স্কুল শিক্ষক। এব্যাপারে জগন্নাথপুর উপজেলার পৌর শহরের পূর্ব ভবানীপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে ডা: নজরুল ইসলাম খোকন বাদী হয়ে জগন্নাথপুর থানার সাধারন ডায়েরী করেন। যার নং ১২৬৫। নাজমুল ইসলাম উরফে সফি উল্ল্যা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কাজিরবাজার এলাকার বাসিন্দা। সে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ডা: নজরুল ইসলাম খোকন জিডিতে উল্লেখ করেন গত কয়েক মাস পূর্বে শিক্ষক নাজমূল ইসলাম উরফে সফি উল্ল্যা পরিকল্পনামন্ত্রীর পোষ্টার দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করায় নজরুল ইসলাম এর প্রতিবাদ করেন। এনিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। তার পর থেকে নাজমুল ইসলাম উরফে সফি উল্ল্যা বিভিন্ন ভাবে তাকে হয়রানী করিয়া আসিতেছে। এরই জের ধরে গত ২৯ জানুয়ারী সকাল অনুমান ৯টায় নজরুল ইসলাম খোকন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কাজির বাজারস্থ তার ব্যবস্থা প্রতিষ্টান থেকে নিজ বাড়ি জগন্নাথপুরে আসার পথে সফি উল্ল্যা অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকেন। গালিগালাজ করিতে নিষেধ করায় নজরুল ইসলাম খোকনকে মারপিট করার জন্য সফি উল্ল্যা এগিয়ে আসলে তার সুরচিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে নাজমুল ইসলাম উরফে সফি উল্ল্যা খোকনকে হুমকি দিয়ে বলে যে, তোকে সুযোগমত পাইলে খুন করিয়া ফেলিব। পারলে তোর মন্ত্রী যেন কিছু করিয়া দেখায় বলে দ্রত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর থেকে বিবাদী নজরুল ইসলাম খোকনকে মারপিঠ সহ খুন খারাপির জন্য ব্যাপরোয়া ভাবে ঘুরিঘুরি করিতেছে। বিবাদির এহেন কর্মকান্ডে ডা: নজরুল ইসলাম খোকন নিরাপত্তাহীতায় ভুগছেন। এ বিষয়ে সফি উল্ল্যার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি মিথ্যা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here