সাভারে অনুষ্ঠিত হলো স্বাস্থ্যসম্মত স্যানিটেশন বিষয়ক আলোচনা সভা- মুহাম্মদ শামসুল হক বাবু হতে

0
438

সাভারে অনুষ্ঠিত হলো স্বাস্থ্যসম্মত স্যানিটেশন বিষয়ক

খবর৭১ঃস্বাস্থ্যসম্মত স্যানিটেশন উন্নত শিক্ষার অপরিহার্য উপাদান এই শ্লোগানকে সামনে রেখে ছাত্র-ছাত্রীদেরকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারে উদ্বুদ্ধ করতে জনউদ্যোগ, আইইডি, এএসডি, এইচডিডি ও শীল্ড এর উদ্যোগে ৩১ জানুয়ারি সাভারের চাইল্ড হ্যাভেন স্কুল এ “শিক্ষার পরিবেশ উন্নত করতে চাই-স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও সম্মিলিত উদ্যোগ” শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাভার জনউদ্যোগ এর সদস্যসচিব ও এইচডিডি’র প্রধান নির্বাহী সীমান্ত সিরাজ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক ও ভার্কের সাধারণ সম্পাদক তারেক মমতাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব এ্যাডভোকেট নজরুল ইসলাম, জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও এসোসিয়েশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (এএসডি) এর সাধারণ সম্পাদক সঞ্চিতা তালুকদার, সাংবাদিক-গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু, জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা খাইরুল মামুন মিন্টু ও চাইল্ড হেভেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ কাবুল মিয়া প্রমুখ। বক্তারা ছাত্র-ছাত্রীদেরকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন বিধিমালা মেনে চলার জন্য পরামর্শ এবং স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে অধিকতর যত্নশীল ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আহবান জানান। বক্তারা বলেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ওয়াশরুম, শৌচাগারসমূহ ব্যবহারোপযোগী করা, স্যানিটেশন কার্যক্রমে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ, পরিচালনা পর্ষদের দায়িত্বপূর্ণ ভূমিকা গ্রহণ, বিশুদ্ধ পানি, সাবান ও প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ, নিয়মিত ব্যবস্থাপনা ও তদারকিসহ উন্নত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার জনউদ্যোগ এর আহবায়ক ও শীল্ড এর নির্বাহী পরিচালক মাহবুব আলম ফিরোজ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here