হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি ঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গণশিক্ষা স্বাক্ষরতা প্রকল্পের শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, বাস্তবায়নকারী সংস্থা আরশী নগর’র পরিচলক বাদশা আলমের বিরুদ্ধে। টাকা দিয়েও চাকুরী না পাওয়ায় ভুক্তভোগীরা গতকাল বৃহস্পতিবার দুপুরে গণশিক্ষা স্বাক্ষরতা প্রকল্পের সহকারী পরিচালক (এডি) ও আরশী নগর’র পরিচলক বাদশা আলমকে অবরুদ্ধ করেন। এ ছাড়া মাঠ কর্মীরা আভিযোগ করেন, কেন্দ্র গুলোতে নিন্মমানের আসবাবপত্র দেয়া হয়েছে। গণ শিক্ষা স্বাক্ষরতা প্রকল্পের সহকারী পরিচালক (এডি) সাইদুর রহমান ওই প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে স্বাকীর করে বলেন, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
জানাগেছে, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গণশিক্ষা স্বাক্ষরতা প্রকল্পের আওতায় ৩ শত কেন্দ্র চালু হয়। ওই কেন্দ্র গুলোতে ১ জন করে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দেয়া হয়। শিক্ষক নিয়োগ দেয়ার নামে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আরশী নগর’র পরিচলক বাদশা আলম ১ শত ৩৫ জন আবেদন কারীর কাছ থেকে ২ লক্ষ ৩০ হাজার টাকা উৎকোচ গ্রহন করেন। কিন্তু তাদের চাকুরী দেয়া হয়নি। এ ঘটনায় তারা ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার হাতীবান্ধা গণশিক্ষা স্বাক্ষরতা প্রকল্পের অফিসে গণশিক্ষা স্বাক্ষরতা প্রকল্পের সহকারী পরিচালক সাইদুর রহমান ও আরশী নগর’র পরিচলক বাদশা আলমকে অবরুদ্ধ করেন। পরে গণশিক্ষা স্বাক্ষরতা প্রকল্পের সহকারী পরিচালক সাইদুর রহমান তদন্ত সাপেক্ষে টাকা ফেরত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তারা অবরুদ্ধ থেকে মুক্তি পায়।
অভিযোগ কারী দীলিপ কুমার বর্মন, বাবলু হোসেন ও ব্রজেন্দ্র রায় জানান, আরশী নগর’র পরিচলক বাদশা আলম তাদের কাছ থেকে ১ শত ৩৫ জন আবেদনকারী বিপরীতে ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়েছেন চাকুরী দেয়ার কথা বলে। কিন্তু তাদের চাকুরী দেয়া হয়নি এবং টাকাও ফেরত দেয়া হয়নি।
গণশিক্ষা স্বাক্ষরতা প্রকল্পের সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, আরশী নগর’র পরিচলক বাদশা আলমের বিরুদ্ধে চাকুরী দেয়ার নাম করে টাকা নেয়ার একটি অভিযোগ পেয়েছি। এ ছাড়া মাঠ কর্মীরা আভিযোগ করেন, কেন্দ্র গুলোতে নিন্মমানের আসবাসপত্র দেয়া হয়েছে। আমিও স্বীকার করি এ প্রকল্পে অনিয়ম হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#