ছাত্রলীগ নেতা রাকিব হত্যার মূল আসামি গ্রেফতার

0
389

খবর৭১ঃ বনানীতে ছাত্রলীগ নেতা তানজিল হোসেন রাকিব নৃশংসভাবে খুনের ঘটনায় প্রধান আসামি সজীবকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গাজীপুরের মাওনা এলাকা থেকে বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বনানী থানার এসআই ও রাকিব হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবু তাহের জানান, স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে ছাত্রলীগ নেতা তানজিল হোসেন রাকিবকে কুপিয়ে খুন করেন সজীব। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।

মঙ্গলবার রাতে সজীবকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

গত বছরের ৬ ডিসেম্বর রাতে বনানীর কল্যাণ মাঠ থেকে ব্যাডমিন্টন খেলা শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন রাকিব। এ সময় আহত হন নূর ইসলাম নামে একজন। নিহত রাকিব বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি এবং তার বাবার নাম আলতাফ হোসেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here