কুমিল্লাকে টপকে শীর্ষে রংপুর

0
348

খবর ৭১ঃ প্রথম ছয় ম্যাচের চারটিতে হারা দলটি এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। আজ মঙ্গলবার রাতে রাজশাহী কিংসকে হারিয়ে শীর্ষে উঠে যায় রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে ১১ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নরা অবস্থান করছে সবার উপরে।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী আগে ব্যাট করে ১৪২ রানের ছোট টার্গেট দেয় রংপুরকে। টি-টোয়েন্টিতে এ রান করেও সহজে জয় পাওয়া যায়। কিন্তু রংপুরের ফর্মে থাকা ডি ভিলিয়ার্স কিংবা হেলসের ফর্ম বলছে এ রান নিতান্তই।

রাজশাহীর দেওয়া ১৪১ রান রংপুর টপকে যায় হাতে ছয় উইকেট হাতে রেখেই। সর্বোচ্চ রান আসে অ্যালেক্স হেলসের ব্যাট থেকে। তিনি করেন ৫৫ রান। ৩৭ রান করেন এবি ডি ভিলিয়ার্স। দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিথুন ও নাহিদ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here